কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে ওই নারীর কোলে থাকা এক বছর বয়সী শিশু। 

বৃহস্পতিবার দুপুরে ভৈরবের শিবপুর এলাকায় এই মর্মাান্তিক ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে ছেড়ে আসা আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। একপর্যায়ে রেললাইন পার হতে গিয়ে ওই নারী ট্রেনে কাটা পড়ে এবং তার কোলে থাকা শিশুটিকে ছুড়ে মারলে শিশুটি মারাত্মকভাবে আহত হয়।

গুরুত্বর আহত অবস্থায় ওই শিশুকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির ডান পাজর ভেঙে গেছে এবং ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার এসআই হারুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে ওই নারী ট্রেনে কাটা পড়েছেন।