গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে সাতশ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে নগদ পাঁচশ টাকা করে বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার কচুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে এসব সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ইউপি সচিব আনছার আলী প্রমুখ।