- সারাদেশ
- গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহনপুর-আড্ডা-সাপাহার সড়কের বড়দাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর তানোর থানার মুন্ডুমালা গ্রামের মজিবুর রহমান ও গোমস্তাপুর থানার মকরমপুর গ্রামের রুবিনা। তারা দুজনেই সুপার পাওয়ার কমিউনিটি কেন্দ্রে কর্মরত ছিলেন।
গোমস্তাপুর থানা পুলিশ ও রহনপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রহনপুর থেকে নওগাঁগামী একটি ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মজিবুর রহমান (৩৭) নিহত হন।
আহত অন্য মোটরসাইকেল আরোহী রুবিনাকে (১৮) ফায়ার সার্ভিস উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা সমকালকে বলেন, মরদেহের ময়নাতদন্ত চলছে। চালককে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
মন্তব্য করুন