লকডাউন শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার রাজশাহীর মার্কেটগুলোতে মানুষের ভিড় বেড়েছে। রাস্তায় ছিল যানজট। রেলস্টেশন ও বাসস্টেশনগুলোতে মানুষের তীব্র ভিড় দেখা গেছে। মুখে মাস্ক থাকলেও মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধির কোন বালাই ছিল না। স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। রাজশাহী থেকে শরিফুল ইসলাম তোতার পাঠানো  তথ্য ও ছবি



নগরীর আর ডি এ মার্কেটের সামনে ক্রেতাদের উপচেপড়া ভিড় 



আর ডি এ মার্কেটে নারী ও শিশুদের কেনাকাটা 


শহরের প্রধান সড়কগুলোতে যানজট দেখা গেছে 



সাহেব বাজার এলাকায় অটোরিকশার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো 



রাজশাহী রেলস্টেশন এলাকায় যাত্রীদের ভিড় 



রাজশাহী রেলস্টেশনে ট্রেনে যাত্রীরা 


 

রাজশাহী বাসস্টেশনে ঘুরমুখী যাত্রীদের ব্যস্ততা