- সারাদেশ
- হবিগঞ্জে হাওরে অবাধে চলছে পোনা নিধন
হবিগঞ্জে হাওরে অবাধে চলছে পোনা নিধন

হবিগঞ্জের ভাটি অঞ্চল আজমিরীগঞ্জ, বানিয়াচং ও লাখাই উপজেলার হাওরে এখন বর্ষার পানি ঢুকছে। সেই সঙ্গে খালবিল ও হাওরে দেখা দিয়েছে দেশি প্রজাতির বিভিন্ন মাছের পোনা। কিন্তু একশ্রেণির অসাধু জেলে অবাধে সেই পোনা ধরে বাজারে বিক্রি করছেন। যুক্তি হিসেবে তারা বলছেন, করোনার কারণে রোজগার না থাকায় বাধ্য হয়েই তারা পোনা ধরছেন। তবে পোনা রক্ষায় ওই জেলেদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন।
স্থানীয়রা বলছেন, নতুন পানি পেয়ে মাটিতে থাকা ডিম থেকে পোনা জন্মাচ্ছে। কিন্তু অসাধু জেলেরা প্রতিনিয়ত বেড়জাল, সুতি জাল, টানা জাল দিয়ে এসব পোনা ধরছেন। ফলে মাছের প্রজনন বৃদ্ধি নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। যদিও এসব বন্ধে প্রশাসন মাঝেমধ্যে কয়েকটি হাটবাজারে অভিযান চালাচ্ছে; কিন্তু তা খুব একটা কাজে আসছে না।
লাখাই উপজেলার বুল্লা বাজার, লাখাই ও লোকড়া বাজার ঘুরে দেখা গেছে, জেলেরা টাকি, শোল, বোয়াল, পুঁটি, চিংড়ি, গজারসহ দেশি প্রজাতির পোনা বাজারে এনেছেন। দাম কিছুটা বেশি হলেও এসব মাছ কিনছেন ক্রেতারা। স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাছের প্রজননের সময় যদি এভাবে পোনা নিধন করা হয়, তা হলে দেশি মাছের ভয়াবহ সংকট সৃষ্টি হবে। বিষয়টির গুরুত্ব বুঝে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
জেলে সুভাষ সূত্রধর জানান, করোনার এ সময়ে তার মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজ নেই। তাই বাধ্য হয়েই হাওরে নামেন। আষাঢ়ে হাওরে নতুন পানি আসায় এখন পোনা মাছই জালে উঠছে বেশি।
আরেক জেলে হাবিব মিয়া বলেন, আমরা জেলে, হাওরে যে মাছ পাই তা বিক্রি করেই সংসার চালাই। এখন যদি পোনা মাছ বিক্রি না করি তাহলে কি দিয়ে সংসার চালাব। তা ছাড়া এখন হাওরে পোনা ছাড়া অন্য কোনো মাছই ধরা পড়ছে না।
ক্রেতা ইমন আহমেদ বলেন, যদিও পোনা নিধন করা ঠিক নয়। তবে টাকি মাছের পোনা খেতে অনেক সুস্বাদু তাই কিনেছি।
লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার জানান, পোনা নিধন বেআইনি কাজ, যারা এসব কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পোনা নিধন ঠেকাতে অভিযান চালানো হবে বলেও তিনি জানান।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, পোনা নিধন বন্ধে তৎপর রয়েছেন তারা। পোনা শিকারের দায়ে ইতোমধ্যে অনেক জেলেকে জরিমানাও করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে। আজমিরীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমানও অভিযান চালানোর কথা জানিয়েছেন।
মন্তব্য করুন