ছয় বছর আগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর এলাকার কলেজছাত্র আবদুল্লাহ আল ফরহাদ ওরফে রিফাতের (২০) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তবে থানা পুলিশ ও সিআইডি এ হত্যাকাণ্ডের কূলকিনারা খুঁজে পায়নি। অবশেষে চাঞ্চল্যকর এ খুনের রহস্য বের করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা।

হত্যায় সরাসরি জড়িত ছিল নাছির উদ্দিন ও মোস্তাফিজুর রহমান রানা। হত্যার পর রিফাতের মোটরসাইকেলটি শাহজালাল এক ব্যক্তির মাধ্যমে বিক্রির জন্য ভারতে পাঠিয়ে দিয়েছিল। সেই শাহজালাল জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী রেজাউলের সহযোগী। শাহজালালকে গ্রেপ্তারের পরই জট খুলে যায় এ খুনের। বুধবার আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে অনেক তথ্য দিয়েছে শাহজালাল। এ মামলায় এর আগে নাছির ও মোস্তাফিজ জামিন নিয়ে দেশের বাইরে চলে গেছে বলে পিবিআই জানিয়েছে। বৃহস্পতিবার পিবিআই কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তদন্ত সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক হিলাল উদ্দিন সমকালকে বলেন, রিফাত হত্যা মামলাটির তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদার ও পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমানের দিকনির্দেশনায় তদন্তের রহস্য উদঘাটনসহ এরই মধ্যে অনেক তথ্য তাদের কাছে এসেছে। রিফাতের মোটরসাইকেল ভারতে বিক্রির সম্পৃক্ততার তথ্য পেয়ে গত মঙ্গলবার চৌয়ারা এলাকা থেকে শাহজালালকে গ্রেপ্তার করা হয়। সে একই উপজেলার চৌয়ারা ধনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে শাহজালাল জানায়, সে রিফাত হত্যায় জড়িত ছিল না। তবে হত্যাকাণ্ডের পর নাছির ও মোস্তাফিজ রিফাতের মোটরসাইকেলটি তাকে দেয় এবং তা ভারত সীমান্তে জামাল নামের এক ব্যক্তির কাছে বিক্রির কথা বলে। শাহজালাল জানায়, নাছির ও মোস্তাফিজ ছুরি দিয়ে রিফাতের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করার কথা তার কাছে বলেছিল। 

তদন্ত কর্মকর্তা আরও বলেন, এ খুনে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। এ ছাড়া রিফাত হত্যা মামলায় সন্ত্রাসী রেজাউল করিমকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। চলতি সপ্তাহে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

রিফাতের মা ও মামলার বাদী জোসনা বেগম জানান, ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। অনেক কষ্টে তাকে কলেজে ভর্তি করেছিলেন। ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে গত ছয় বছরে সহায়-সম্ভল সব শেষ করে ফেলেছেন। ভয় হচ্ছে ছেলের মতো তাকেও জীবন দিতে হয় কিনা।