- সারাদেশ
- স্বাস্থ্য বিভাগকে ৫০ অক্সিজেন সিলিন্ডার দিয়েছে পাবনা ফাউন্ডেশন
স্বাস্থ্য বিভাগকে ৫০ অক্সিজেন সিলিন্ডার দিয়েছে পাবনা ফাউন্ডেশন

স্বাস্থ্য বিভাগকে ৫০ অক্সিজেন সিলিন্ডার দিয়েছে পাবনা ফাউন্ডেশন। ছবি: সমকাল
করোনা মহামারিতে সারাদেশের মতো পাবনাতেও অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় স্বাস্থ্য বিভাগকে সহায়তা করতে হাত বাড়িয়ে দিয়েছে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। ফাউন্ডেশনের উদ্যোগে জেলা স্বাস্থ্য বিভাগকে ৫০টি অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে ফাউন্ডেশনের সভাপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু ও সাধারণ সম্পাদক রেলসচিব সেলিম রেজার পক্ষে স্থানীয় নেতারা পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহসভাপতি শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহম্মদ আলী প্রমুখ।
সুরক্ষাসামগ্রী হস্তান্তরের সময় জেলা প্রশাসক বলেন, সবার সম্মিলিত চেষ্টায় পাবনার করোনা রোগীদের চিকিৎসা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠেনি।
ফাউন্ডেশনের সভাপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, মহাদুর্যোগে সামান্য সহযোগিতার মাধ্যমে পাবনাবাসীর পাশে থাকতে পেরে আমরা খুশি।
মন্তব্য করুন