- সারাদেশ
- ফরিদপুরের ৯ উপজেলায় ৩৮ পশুর হাট
ফরিদপুরের ৯ উপজেলায় ৩৮ পশুর হাট

ছবি ফাইল
কোরবানির ঈদ সামনে রেখে ফরিদপুরের ৯ উপজেলায় ৩৮টি পশুর হাট বসছে। এরই মধ্যে অনেক হাটে আসতে শুরু করেছেন ক্রেতা-বিক্রেতারা।
জেলায় নিয়মিত ৩১টি এবং ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ীভাবে আরও সাতটি হাটে পশু বেচাকেনা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ফরিদপুরের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ মো. আহসান।
জেলার সিএনবি ঘাটের অস্থায়ী পশুর হাটের উদ্যোক্তা স্থানীয় ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু ফকির বলেন, করোনার কারণে খামারিরা তাদের পশু বিক্রয়ের জন্য বেশি সময় পাননি। প্রশাসনের নির্ধারিত অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে পশুগুলো স্বল্প মূল্যে বিক্রয় করতে হচ্ছে। হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা আসতে শুরু করেছেন। আমরা করোনার স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করছি।
জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, এবারের পশুর হাটবাজারগুলো করোনার স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে। বিক্রেতা তার পশুর সঙ্গে তিনজন এবং ক্রেতা একজন হাটে আসতে পারবেন। স্বাস্থ্যবিধি প্রতিপালনে সক্রিয় থাকবেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ক্রেতাদের সুবিধার্থে অনলাইনেও থাকছে পশু ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা।
মন্তব্য করুন