চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজে কাজ করার সময় দুর্ঘটনায় আহত জাহাজভাঙা শ্রমিক মফিজ মিয়া (৪০) বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মফিজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর বালাকোট এলাকার মৃত মোহাম্মদ মোতাহের মিয়ার ছেলে।

উপজেলার ভাটিয়ারী সাগর উপকূলীয় এলাকার জিরি সুবেদার শিপ ইয়ার্ডে বুধবার দুপুরে কাজ করার সময় মফিজ মিয়ার শরীরে লোহার আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান শ্রমিকরা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।