- সারাদেশ
- পালানোর ৭ ঘণ্টা পর গ্রেপ্তার
পালানোর ৭ ঘণ্টা পর গ্রেপ্তার

হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়ার সাত ঘণ্টা পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গিয়েছিল জুয়েল হোসেন (২০) নামে মাদক মামলার এ আসামি।
শুক্রবার ভোরে বটতলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ। জুয়েল ক্ষেতলালের বটতলী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, চিকিৎসার জন্য এই আসামিকে হাতকড়া পরা অবস্থায় ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছ দিয়ে নিয়ে গেলে দৌড় দেয় জুয়েল।
মন্তব্য করুন