ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খাঁন সোহাগের বাবা লিয়াকত আলী খাঁন মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর ৫টার দিকে ফরিদপুরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

লিয়াকত আলী খাঁনের গ্রামের বাড়ি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ বাদ জুম্মা ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফরিদপুরের আলিপুর কবর স্থানে তাকে দাফন করা হয়।

লিয়াকত আলী খাঁনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান।