- সারাদেশ
- পোরশায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
পোরশায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি
নওগাঁর পোরশা উপজেলায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় শাহাদত হোসেন (১৭) ও সোহাগ হোসেন (২২) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সরাইগাছি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেন সাপাহার উপজেলার কৈকুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে ও সোহাগ হোসেন সাপাহার উপজেলার রামরায়পুর গ্রামের মামুত আলীর ছেলে।
দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান সমকালকে জানান, রাতে মোটরসাইকেল আরোহী দুইজন পোরশা উপজেলার সরাইগাছী মোড় পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
ওসি বলেন, নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
মন্তব্য করুন