গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারানো ড্রাম ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক পথচারী।

শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন। 

তিনি জানান, ময়মনসিংহগামী কেমিক্যাল ভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও একজন। 

কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুঘর্টনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।