- সারাদেশ
- পাটুরিয়া ঘাটে তীব্র যানজট, চরম দুর্ভোগে ঘরমুখো যাত্রীরা
পাটুরিয়া ঘাটে তীব্র যানজট, চরম দুর্ভোগে ঘরমুখো যাত্রীরা

পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে - সমকাল
যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় শনিবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা যায়, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এ নৌ-রুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে দুইটি ফেরি বিকল হয়ে মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অন্যদিকে আরিচা-কাজীরহাট নৌ-রুটে ৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এ দুই নৌ-রুটে ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ বৃদ্ধি ও নদীর স্রোতে ফেরি চলাচলে সময় বেশি লাগায় ঘাট এলাকায় যানজট দেখা দিয়েছে। ঘাটে তীব্র যানজটের কারণে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস আগে পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ঘাট এলাকায় ২-৩ দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে।
ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা দর্শনাগামী রয়েল বাসের চালক হাসেম আলী জানান, আজ সকাল ৬টায় বাস ছেড়ে সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত ঘাটে যানজটের কারণে সকাল ১১টায়ও ফেরিতে উঠতে পারেননি তিনি।
গাজীপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকের চালক জয়নাল হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত ঘাটে যানজটের কারণে আজ শনিবার সকাল সাড়ে ১০টায়ও ফেরিতে উঠতে পারেননি। এরকম শত শত ট্রাক ও বাস ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার ৫শ’ যানবাহন পারাপার হয়। কিন্ত ঈদের সময় প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার বাস, কোচসহ বিভিন্ন যানবাহন পারাপার করতে হয়। ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন