- সারাদেশ
- শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি
শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি

শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক গাড়ি
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পারাপারের জন্য শনিবার সকাল থেকেই যাত্রী ও যাবাহনের চাপ রয়েছে। শিমুলিয়া ঘাটে তিন শতাধিক এবং ঢাকা-মাওয়া সড়কে দুই শতাধিকসহ মোট পাঁচ শতাধিক পণ্য ও যাত্রীবাহী গাড়ি পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে।
শুক্রবার থেকেই ঢাকার উদ্দেশে ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পশুবাহী গাড়ি আসছে। যাত্রীরা অতিরিক্ত বোঝাই হয়ে লঞ্চে উঠতে চাইলেও নৌপুলিশের নজরদারির কারণে তা সম্ভব হচ্ছে না।

ঘাটে অবস্থানরত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ জানান, ফেরি ও লঞ্চে অতিরিক্ত যাত্রী কিছুতেই যেতে দেওয়া হবে না।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, শিমুলিয়া ঘাটে তিন শতাধিক এবং ঢাকা-মাওয়া সড়কে দুই শতাধিকসহ মোট পাঁচ শতাধিক পণ্য ও যাত্রীবাহী গাড়ি পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে।
তিনি আরও জানান, এ নৌরুটে রো রো, ঠেলা, কে-টাইপ, মিডিয়াম ও ছোটসহ মোট ১৩টি ফেরি চলাচল করছে। তবে যাত্রীদের পরে পশু ও পণ্যবাহী যানবাহনকে গুরুত্ব দিয়ে পারাপার করা হচ্ছে।
মন্তব্য করুন