- সারাদেশ
- বেনাপোল বাজারে আগুন, ১০ দোকান পুড়ে ছাই
বেনাপোল বাজারে আগুন, ১০ দোকান পুড়ে ছাই

বেনাপোল বাজারের চুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে বেনাপোল বাজারে এ ঘটনা ঘটে।
বেনাপোল ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ রতন কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে বেনাপোল বাজারের চুড়িপট্টির মধ্যে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। পরে তারা ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেনাপোল ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ রতন কুমার জানান, আগুন লাগার ঘটনা শুনে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে- আগুনের সূত্রপাত বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে হয়েছে। আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মন্তব্য করুন