- সারাদেশ
- বগুড়ায় করোনায় ৫ এবং উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু
বগুড়ায় করোনায় ৫ এবং উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার সকাল ৮ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। একই সময়ে নতুন করে ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪৭ দশমিক ৫৬ শতাংশ।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমাম তুহিন শনিবার সকালে জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে অনলাইনে ব্রিফিং করেন । এ সময় তিনি শুধু করোনা পজিটিভ হয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দেন। তবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৩ জনের মারা যাওয়ার তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১৩৬জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬ টি নমুনায় আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে।
ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৮৮২জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৬৬ জন।
মন্তব্য করুন