জামালপুরের মাদারগঞ্জে কাবাডি খেলা শেষে দুই পক্ষের কাটাকাটির জের ধরে সংঘর্ষে একজন নিহত ও  তিন জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম  মুক্তার (৫০)।  তিনি একই উপজেলার চরপাকেরদহ ঘোনা পাড়া এলাকার বাসিন্দা । শুক্রবার রাত ১১ দিকে জামালপুর সদর হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের জামালপুর  সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক জানান,  শুক্রবার  বিকালে পার্শ্ববতী উপজেলা মেলান্দহে চরপাকেরদহ ঘোনা পাড়ার  একটি দল কাবাডি খেলতে যায়।  খেলা শেষে বিজয় উল্লাস মিছিল করে বাড়ি ফেরার পথে তাদেরকে উদ্দেশ্য করে গোপালপুর গ্রামের লোকজন বাজে মন্তব্য করে। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার  জের ধরে  শুক্রবার সন্ধ্যা ৭টায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ও কেয়েকজন গুরুতর আহত হয়।  এদের মধ্যে মুক্তার জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।