সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরু বোঝাই ট্রাকের চাপায় নায়েব আলী (৩০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা ১০টার দিকে উপজেলার দবিরগঞ্জ গ্রামের পাশে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নায়েব আলী  উপজেলার রুয়াপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রী।

উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, সকালে ওমর আলী সাইকেল যোগে কাজে যাচ্ছিলেন। তাকে বহনকারী সাইকেলটি উপজেলার দবিরগঞ্জ গ্রামের পাশে ঢাকা-রাজশাহী মহাসড়কে পৌঁছলে পিছন থেকে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি গরু বোঝাই ট্রাক যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যু হয়।  পুলিশ চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে।

শাহজাহান আলী আরও জানান, আলাদা একটি ট্রাক ভাড়া করে দুর্ঘটনাকবলিত ট্রাকের গরুগুলো স্থানান্তর করে ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।