নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা আরও ২০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের আনসার ক্যাম্পের সামনে থেকে শিল্প পুলিশ তাদের আটক করে।

আটকদের মধ্যে ৫ জন নারী, ৪ জন পুরুষ ও ১১ জন শিশু রয়েছেন। আটক রোহিঙ্গারা হলো- মো. আবদুর রহমান, সাব্বির হোসেন, নুরুল করিম, জামাল হোসেন, সেতারা বেগম, সঞ্চিতা বেগম, রাজিয়া বেগম, ছালমা বেগম, নুর কায়দা, ও শিশু রুমানা, নুর ফাতেমা, মো. আয়াজ, জান্নাত আরা, কিছমত আরা বেগম, মো. আবুল কাশেম, মরিয়ম, মো. আয়াত, জান্নাতআরা, সেতারা ও ওসমান গনি।

এর আগে গত ১১ জুলাই একই এলাকা থেকে শিল্প পুলিশ নোয়াখালীর ভাসনচল থেকে পালিয়ে আসা ১৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আরিফ জানান, শনিবার সকালে বেপজা কোম্পানির অফিসের সামনে দায়িত্ব পালন করার সময় নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা নাগরিককে আনসার সদস্যরা আটক করে। পরে তাদেরকে জোরারগজ্ঞ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগজ্ঞ থানার পরিদর্শক হেলাল উদ্দিন ফারুকী জানান, বঙ্গবন্ধু শিল্পনগর এলাকা আটক হওয়া রোহিঙ্গারা ভাসানচর রোহিঙ্গা শিবির পালিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকায় বঙ্গবন্ধু শিল্প নগরে এসে নামে। তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য পালিয়ে এসেছে বলে জানায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, এরআগে গত এক মাসে ভাসানচর থেকে পালিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে আসা আরও ৪২ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।