- সারাদেশ
- ১৭০০ কেজি ওজনের ষাড়ের নাম ‘মণ্ডল’, দাম হাঁকা হচ্ছে ১৩ লাখ
১৭০০ কেজি ওজনের ষাড়ের নাম ‘মণ্ডল’, দাম হাঁকা হচ্ছে ১৩ লাখ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে আমতলীর পাকা রাস্তা পার হলেই সদর ইউনিয়নের আলাদীপুর গ্রাম। গ্রামটিতে ঢুকলেই চোখে পড়বে এনএটিপি- প্রকল্পের গাভী পালন প্রর্দশনী। এখানে বেড়ে উঠেছে ‘মণ্ডল’ নামের একটি ষাড়। মণ্ডলের ওজন প্রায় দেড় টন বা ১৭০০ কেজি। এর দাম চাওয়া হচ্ছে ১৩ লাখ টাকা।
জানা যায়, প্রতি বছরই ঈদুল আজহার আগে নিজেদের খামারে পালন করা বিভিন্ন প্রজাতির ষাড় বিক্রি করে ভালো আয় করেন রত্না। চলতি বছরে ঈদে বিক্রির জন্য ছোট ও মাঝারি আকারের ১৮টি গরুর পাশাপাশি বড় দুটি ষাড় লালন পালন করছেন তিনি। এর একটি মণ্ডল অপর ষাড়ের নাম সুন্দর। সুন্দরের ওজন ১ টন। তার দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। রত্নার ১৪টি গরু বিক্রি হলেও খামারের সবচেয়ে বড় গরু মণ্ডল ও সুন্দরের ক্রেতা মিলছে না।
রত্না জানান, আট বছর আগে শখের বসে গরু পালন শুরু করেছিলাম। এ বছর আমার খামারে ২৪টি গরু ছিল। এর মধ্যে ১৪টি গরু বিক্রি করতে পেরেছি, কিন্তু বিপাকে পড়ে গেছি বড় দুটি ষাড় নিয়ে। মণ্ডল ও সুন্দরের ক্রেতা পাচ্ছি না।
রত্নার স্বামী প্রাণী চিকিৎসক আবু জাফর মণ্ডল খামারে গরুর তদারকি করেন। তিনি বলেন, অনেক চেষ্টা করা হচ্ছে ওই দুটি গরু বিক্রির জন্য, কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাফরিন রহমান জানান, খামারটি তাদের প্রকল্পের আওতায় রয়েছে। তাই নিয়মিত ভ্যাটেনারী সার্জন খামার পরিদর্শন করে সার্বিক সহযোগিতা করেন। তিনি বলেন, আমার জানামতে রত্নার খামারের মণ্ডলের চেয়ে বড় গরু বগুড়া জেলায় আর নেই। এটিই জেলার মধ্যে সবচেয়ে বড় গরু। আমরা অনলাইনের মাধ্যমে তার গরু বিক্রয়ের পরামর্শ ও সহযোগিতা করেছি।
মন্তব্য করুন