- সারাদেশ
- খুলনা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার দিল বিসিআই
খুলনা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার দিল বিসিআই

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর-সমকাল
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার দুপুরে হাসপাতাল চত্বরে হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসানের কাছে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ২৫টি অক্সিজেন সিলিন্ডার এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ৩৬ শ পিস মাস্ক হস্তান্তর করা হয়েছে।
এ সময় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের পক্ষে খুলনা চেম্বারের সাবেক পরিচালক মো. আজিজুর রহমান, খুলনা চেম্বারের পক্ষে ডা. ফরিদ উদ্দিন আহমেদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. বিধান চন্দ্র, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাসসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
অক্সিজেন সিলিন্ডারগুলো করোনা রোগীদের চিকিৎসায় এবং মাস্কগুলো চিকিৎসকসহ স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্য ব্যবহার করা হবে।
মন্তব্য করুন