নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে ৫২ জন নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। মামলাটি তদন্ত কাজের দায়িত্ব পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করছেন সিআইডির একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করে সিআইডি। এদিকে এই কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত নাগরিক কমিটিও একই দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ১৯ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট ড. মাহবুবুর রহমান ইসমাইল, অধ্যাপক আনু মুহাম্মদ, ডা. মো হারুন -রশিদ, স্থপিত মোবাশ্বের হোসেন প্রমুখ। ঘটনাস্থল থেকে ছবি পাঠিয়েছেন সমকালের আলোকচিত্রী মেহদী হাসান সজীব   

 হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল-সমকাল

কারখানার ভেতর ঘুরে দেখেন প্রতিনিধিরা -সমকাল
সংবাদ সম্মেলনে কথা বলছেন সিআইডির ডিআইজি ইমাম হোসেন-সমকাল
ঘটনাস্থল পরিদর্শন করছেন সিআইডির প্রতিনিধি দল