- সারাদেশ
- জনগণের জীবন-জীবিকার সমতা দরকার: আইনমন্ত্রী
জনগণের জীবন-জীবিকার সমতা দরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক, ফাইল ছবি
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গোটা বিশ্বে করোনাভাইরাসের কারণে মানুষের জীবন ও জীবিকার মধ্যে বিরাট চাপ পড়েছে। সরকার থেকে জনগণের সেবার জন্য, জনগণ যাতে ভালোভাবে থাকে, সেজন্য জনগণকে সময়ে সময়ে ঘরে রাখতে হয়। আবার জনগণের জীবিকার জন্যও সরকারকে সচেষ্ট থাকতে হয়। সচেতন থাকতে হয়। জনগণের জীবন এবং জীবিকার মধ্যে সমতা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার, সরকার তাই করছে।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার আড়াই শতাধিক মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় সভা শেষে ‘লকডাউন শিথিল করে সরকার ঘরে ঘরে করোনা সংক্রমণ পৌঁছে দিচ্ছে’- বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় দুইটি আনন্দের দিন। ঈদুল আজহার সময় মানুষ আল্লাহর নামে পশু কোরবানি দেয়। এটা সারাবিশ্বের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কোরবানির ঈদ পালন করার জন্য যদি লকডাউন একটু শিথিল করা হয়, তাহলে সেটা কি খুব অন্যায় হবে?
তিনি বলেন, মানুষের জীবন এবং জীবিকার মধ্যে ব্যালেন্স আনাটা সরকারের কাজ। লকডাউন শিথিল করে করোনা সংক্রমণ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, যারা বলেন, তারা কতটা বিবেকবান, তিনি পাল্টা প্রশ্ন রাখেন।
এর আগে ইমামদের সঙ্গে মতবিনিময়কালে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, করোনা মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপের কারণে আমরা এখনও পর্যন্ত বেশ শক্তভাবে টিকে আছি। সারাবিশ্বে প্রথম সারির যে দেশগুলো টিকার ব্যবস্থা করেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থায়নে আমাদের জন্য টিকা কিনেছিলেন। এখন পর্যন্ত টিকা দেওয়া চালু আছে।
স্বাস্থ্যবিধি মেনে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে পবিত্র ইদুল আজহার নামাজ এবং কোরবানি দেওয়ার জন্য ইমামদের প্রতি আহবান জানিয়েছেন মন্ত্রী।
মতবিনিয়ময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, মুহিউসুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আসাদ আল হাবিব, উপজেলা ইমাম পরিষদের সভাপতি কাজী মাঈনুদ্দিন, খড়মপুর দাখিল মাদ্রাসার সুপার কাজী কেফায়েতুল্লাহ মাহমুদী প্রমুখ।
মন্তব্য করুন