- সারাদেশ
- করোনায় চলে গেলেন নাট্যজন মৃণাল কান্তি দত্ত
করোনায় চলে গেলেন নাট্যজন মৃণাল কান্তি দত্ত

মৃণাল কান্তি দত্ত
করোনায় আক্রান্ত হয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, কৃতী নাট্যশিল্পী ও নাট্য নির্দেশক বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্ত শুক্রবার রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
শনিবার উপজেলার গাইটাল শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মৃণাল কান্তি দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহপাঠী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। শোকবার্তায় তিনি বলেন, কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে মৃণাল কান্তির অবদান জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃণাল কান্তি দত্ত ১৯৪৪ সালের ১ জানুয়ারি জেলার কটিয়াদী উপজেলার নাগের গ্রামে জন্মগ্রহণ করেন। ছিলেন বনগ্রাম ইউনিয়নের দু'বারের নির্বাচিত চেয়ারম্যান। নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের। ষাটের দশকে সংগীত রচনা, সুরারোপ ও সংগীত পরিবেশনায় তিনি খ্যাতি অর্জন করেন।
মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার আগরতলায় বিভিন্ন শরণার্থী শিবিরে ও প্রশিক্ষণ কেন্দ্রে তিনি নিজের লেখা গান পরিবেশন করে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেছিলেন। তার পরিচিতি আছে ক্রীড়া সংগঠক হিসেবেও। নাট্যশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ২০১৫-১৬ সালে নাট্যকলা ক্যাটাগরিতে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননায় ভূষিত করা হয়।
মন্তব্য করুন