বন্দরনগরী চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি রক্ষায় সামাজিক আন্দোলন দিন দিন আরও বিস্তৃত ও জোরদার হচ্ছে। 

সিআরবির প্রাণ-প্রকৃতি রক্ষায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি অনেকে ব্যক্তি উদ্যোগেও সিআরবির বিভিন্ন পাহাড়-টিলায় গাছের চারা লাগিয়ে প্রতীকী প্রতিবাদ করছেন। প্রতিদিনই বিভিন্ন সংগঠন একাধিক প্রতিবাদী কর্মসূচি পালন করছে।

শনিবার বিকেলে নাগরিক সমাজ, চট্টগ্রামের ব্যানারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনটি কয়েক দিন ধরে টানা কর্মসূচি পালন করছে। সমাবেশে সিআরবি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট পরিবেশবিদ ও কর্ণফুলী নদী বিশেষজ্ঞ ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মহানগর জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বাবুল, নাট্যজন প্রদীপ দেওয়াজী, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, নাগরিক অধিকার আন্দোলন নেত্রী জেসমিন আকতার পারু প্রমুখ।

পরিবেশবিদ ড. ইদ্রিস আলী বলেন, গাছ হচ্ছে মায়ের মতো। মা যেমন সন্তানকে আদার-স্নেহ দিয়ে লালনপালন করেন, তেমনি গাছও মানুষকে অক্সিজেন ও ছায়া দিয়ে থাকে। শতবর্ষী মায়ের মতো সিআরবির গাছ ও পরিবেশকে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশকে ভালোবাসেন। তাই আমরা চট্টগ্রামের সিআরবিকে রক্ষায় তার হস্তক্ষেপ কামনা করছি। সিআরবি এলাকায় যেসব ফিলিং স্টেশন রয়েছে, সেগুলোও সরিয়ে নিতে হবে।