- সারাদেশ
- টাঙ্গাইলে করোনা আক্রান্তদের পাশে সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইলে করোনা আক্রান্তদের পাশে সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। এ ছাড়াও অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি থেকে টাঙ্গাইলের পাবলিক গ্রন্থাগারে জেলা বিএনপির করোনা সুরক্ষা ইউনিট সেলের হেল্প সেন্টারে করোনা রোগীদের সহায়তার জন্য এসব চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ করেন।
এ সময় টুকু বলেন, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা করোনাকালীন সময়ে জনগণের পাশে দাঁড়িয়েছি। নিজেদের সাধ্যমতো অসহায় ও দরিদ্রদের সহযোগিতা করার কর্যক্রম অব্যহত রেখেছি।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড্যাব টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা বিএনপির সহসভাপতি সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একে এম মনিরুল হক,দপ্তর সম্পাদক মির্জা শাহীন, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, মৎসজীবী দলের সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দন.কৃষক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান কবির, ছাত্রনেতা নুরুল ইসলাম ছাত্রদলেল আহবায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।
মন্তব্য করুন