ভুয়া চালান দেখিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের আদালতে নেয়া হয় তাদের। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 

শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন পুলিশের কোর্ট পরিদর্শক নাজমুল কাদের। 

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর সদরের আবুল কাশেমের ছেলে জহুরুল ইসলাম (৪৩), আসমত ফকিরের ছেলে আবুল কাশেম (৪৭), আইনুল হকের ছেলে সুজন হোসেন (২৯), চালকের সহযোগি দুলু রাম রায়ের ছেলে আশিক রায় (১৮), সুরুজ জামানের ছেলে সাইদ হাসান (২৯), আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে ৩টি ট্রাকসহ তাদের কোতয়ালী থানায় নেয়া হয়। রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা করেছে। 

উল্লেখ্য, শুক্রবার বাদ জুমা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার মহাখালীতে অক্সিজেন নিয়ে যাওয়ার জন্য ৩টি ট্রাক নিয়ে ৩ জন গাড়ি চালক ও তার সহযোগী হাসপাতালে আসে। হাসপাতাল কর্মচারীদের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয় তারা। পুলিশ হাসপাতালে এসে গাড়ির চালক ও সহযোগীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।