ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৪ মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৪ মৃত্যু

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২১ | ২১:১৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টার এই হিসাব রোববার সকালে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৮ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও চুয়াডাঙ্গার ১ জন করে রয়েছেন।
মৃতদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন, ৪ জনের করোনার উপসর্গ ছিল।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫০ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১৬জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৮৪টি নমুনা পরীক্ষায় ১২৮জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৪৫দশমিক ০৭শতাংশ।

নওগাঁর ১০৩ টি নমুনায় ৪৯জনের পজিটিভ আসে। শনাক্ত হার ৪৭ দশমিক ৫৭ শতাংশ।




আরও পড়ুন

×