রাবি ছাত্রদলের দেয়াল লিখন মুছে দিল ছাত্রলীগ
ছাত্রদলের দেয়াল লিখন মুছে দেয় ছাত্রলীগ। ছবি: সমকাল
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১৩:০৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাকাডেমিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, বাসসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে দলীয় বার্তা লিখেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। পরে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদলের এসব দেয়াল লিখন মুছে দিয়েছে ছাত্রলীগ।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য লেখা হয়েছিল। বক্তব্যটি ছিল, ‘আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন পরিবহণ চলবে না, আপনি ক্রেতা না হলে দোকানপাট খুলবে না, আওয়াজ তুলুন এবার আর ছাড় নাই, ভোটের অধিকার ফেরত চাই’।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শতাধিক দেয়াল লিখন করেছিল তারা। পর্যায়ক্রমে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের নেতৃত্বে এসব দেয়াল লিখন মুছে ফেলা হয়েছে। তারা জানান, ছাত্রদল দিনের বেলা আন্দোলন করতে ব্যর্থ হয়ে রাতের অন্ধকারের এসব দেয়াল লিখন করেছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করাসহ তাদের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা সচেষ্ট আছেন।
ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, দেশে আজ ভোটাধিকার নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর কাছে পৌঁছে দিতেই আমরা এ দেয়াল লিখন করেছি। জনগণের অধিকার রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত রাখবো।
দেওয়াল লিখন মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, তারেক রহমানের মিথ্যাচার কিছুবার্তা একাডেমিক ভবন ও বাসে লেখা হয়েছিল। দেয়াল লিখনের নামে তারা অপপ্রচার চালিয়েছে।