চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনে নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯২৭ জন। রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ ২৪ ঘণ্টার ফলাফলে এসব তথ্য জানা গেছে। 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, করোনাভাইরাসে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ৬ জন ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৯২৭ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটির অস্তিত্ব। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৫৩২ জন এবং ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

উপজেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ১০৩ জন আক্রান্ত হয়েছেন হাটহাজারীতে। এছাড়াও এদিন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন রাউজানে ৬৪ জন, পটিয়ায় ৪৯ জন, চন্দনাইশে ৪৫ জন এবং সাতকানিয়ায় ৩০ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৭৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন।