সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৮৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে পুরো বিভাগে করোনা শনাক্তের হার ৪৩ দশমিক ৬৫ শতাংশ। 

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৪১ শতাংশ। এছাড়া হবিগঞ্জে ৪২ দশমিক শূণ্য ৮ শতাংশ, মৌলভীবাজারে ৪১ দশমিক ৬৭ শতাংশ ও সুনামগঞ্জে ৩৭ দশমিক ৮১ শতাংশ। এদিন সিলেট জেলায় ৩৬০ জন, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১৯ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হবিগঞ্জে দুইজন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মারা গেছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৭১৬ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ৫৫০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৩২ জন ও মৌলভীবাজারে ৬১ জন করোনায় মারা গেছেন। 

এখন পর্যন্ত পুরো বিভাগে ৪১ হাজার ৩০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে ৩১ হাজার ৩১১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪২২ জন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৯৯ জন।