ফরিদপুরের মধুখালীতে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আনিছ শেখ (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দাড়ির পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সাদ্দাম শেখ (২৫)। তিনি বাড়িতে থেকে কৃষি কাজ করতেন। মাত্র ছয় মাস আগে তিনি বিয়ে করেছিলেন। নিহত সাদ্দাম ও অভিযুক্ত আনিছ জাহাপুর ইউনিয়নের দাড়িরপার গ্রামের মৃত আলতাফ শেখের ছেলে।

জানা যায়, গত ২২ জুলাই আলতাফ শেখ মারা যান। তার ছয় ছেলে। আগামী শুক্রবার পারিবারিক উদ্যোগে মৃত আলতাফ শেখের জন্য দোয়া মাহফিলের আয়োজন নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। এ পরিস্থিতিতে রোববার রাতে আলতাফ শেখের চতুর্থ ছেলে আনিছ শেখ হঠাৎ করেই তার আপন ছোট ভাই সাদ্দাম শেখকে বাঁশের মোথা দিয়ে পিটিয়ে হত্যা করেন।

নিহত সাদ্দাম শেখের বড় ভাই আওয়াল শেখ জানান, আনিছ দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভূগছেন। মাঝে মধ্যেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বিশেষ করে শীতের সময় এই সমস্যা বেশি হয়। হঠাৎ করেই রোববার রাতে আনিছ পাগলামি শুরু করে, এসময় ছোট ভাই সাদ্দাম তাকে থামাতে গেলে আনিছ বাঁশের মোথা দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন।

তিনি বলেন, ঘটনার সময় আমরা বাড়িতে কেউ ছিলাম না। খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী মোল্যা বলেন, আনিছ দীর্ঘদিন যাবৎ অসুস্থ। সে মানসিক ভারসাম্যহীন। হঠাৎ করেই সে তার আপন ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি খুব হৃদয়বিদারক।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, রাতেই আনিছকে আটক করা হয়েছে। তবে তিনি মানসিক ভারসাম্যহীন। সাদ্দামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।