- সারাদেশ
- মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে কাজী আরিফ (৪৫) নামে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার গুণগ্রাম এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী আরিফ পথে ঘাটাইল পৌর এলাকার রতনপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার গুণগ্রাম এলাকায় ঘাটাইল ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইলগামী একটি সিএনজির সঙ্গে ময়মনসিংহগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কাজী আরিফ মারা যান। আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে এবং একজনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ঘাটাইল থানার পুলিশ উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস এবং সিএনজি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
মন্তব্য করুন