- সারাদেশ
- খুনের আসামির কারাগারে মৃত্যু
খুনের আসামির কারাগারে মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগার। ছবি: সমকাল
কিশোরগঞ্জ জেলা কারাগারে শামসুল মুসলিমীন মতি ওরফে কেজি মতি (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হলে কারাগার থেকে সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হাজতি জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের হারুন-অর-রশীদের ছেলে।
বড় ভাইকে খুনের অভিযোগে পাকুন্দিয়া থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে ২০১৯ সালের ২৪ আগস্ট থেকে তিনি কারাগারে অন্তরীণ ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার মো. বজলুর রশীদ।
জেল সুপার মো. বজলুর রশীদ বলেন, শামসুল মুসলিমীন মতি ওরফে কেজি মতি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে গত ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখান থেকে রিলিজের পর থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে পাঠানো হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজতির মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মো. হেলাল উদ্দিন জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন