পাটুরিয়ায় ঘাটে  সোমবার দিনভর ঢাকায় ফেরত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কঠোর লকডাউন উপেক্ষা করে নদী পাড়ি দিয়ে ঘাটে আসছেন কয়েক হাজার মানুষ। রোববার থেকে পোশাক কারখানা খুলে দেওয়ায় ঢাকামুখী মানুষের চাপ অনেকটা বেড়ে যায়।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ পাটুরিয়া ঘাট ব্যবহার করে। ফলে এ ঘাটে যাত্রীদের চাপ অন্যান্য ঘাটের চেয়ে তুলনামূলক বেশি। সোমবার ফেরিতে যানবাহনের চেয়ে যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি।

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট থেকে কয়েক হাজার মানুষ ফেরিতে নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে এসে রাজধানীতে যাচ্ছেন। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করে নদী পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে কর্মস্থলে ফেরা যাত্রীরা পরিবার-পরিজন নিয়ে ঘাটে এসে ঢাকায় যাওয়ার কোন যানবাহন না পেয়ে চরম দুর্ভোগে পড়ছেন। সোমবার দুরপাল্লার বাস বন্ধ থাকায় ঘাটে যানবাহন না পেয়ে ৮-১০কিলোমিটার পায়ে হেটে উথলী, চেপড়া, বরংগাইলসহ বিভিন্ন ষ্টেশনে এসে হ্যালোবাইক, অটোরিকশা, ভ্যান, সিএনজি, প্রাইভেটার, ট্রাকে ও মোটরসাইকেলে করে ঢাকয় যাচ্ছেন। ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।

যশোর থেকে সাভারগামী অপেক্ষমাণ গামের্ন্টসকর্মী শেফলী আক্তার, লাইলী খাতুন ও ফরহাদ শেখ জানান, দুপুর ১২টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন তারা। কিন্তু বিকেল ৩টা পর্যন্ত ঘাটে অপেক্ষায় থেকে কোন যানবাহন না পেয়ে পায়ে হেঁটে উথলী ও টেপড়া বাস ষ্টেশনে যাচ্ছেন তারা।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, সোমবার ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ৮টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ভিড় বেশি থাকায় স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না।