গর্ভধারিণী মায়ের যেকোনো খারাপ খবর কোনো সন্তানই সহজে মেনে নিতে পারে না। তাইতো মায়ের নিখোঁজ সংবাদ শুনেই করোনাভাইরাসের কঠোর বিধিনিষেধের মধ্যে বাইসাইকেলে করে কর্মস্থল ঢাকা থেকে ২৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক যুবক। বিরামহীনভাবে প্রায় ১৪ ঘণ্টা সাইকেল চালানোর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লঙ্গুরপাড় গ্রামে পৌছেন সোহেল আহমেদ (২৮) নামে ওই যুবক।

জানা যায়, লঙ্গুরপাড় গ্রামের মানিক মিয়ার স্ত্রী হাজেরা বিবি ওরফে কুঠিল (৪৮) গত বুধবার রাতে একই গ্রামে বড়ভাইয়ের বাড়িতে খাবার খেয়ে প্রতিবেশী রকিব মিয়ার বাড়িতে রাত্রি যাপন করেন। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে রকিবের স্ত্রীকে চা বানানোর কথা বলে ঘর থেকে বেরিয়ে যান হাজেরা। এরপর আর ফেরননি। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না। একপর্যায়ে এ খবর পৌঁছে ঢাকায় অবস্থান করা ছেলের কানে। তখনই ছেলে গণপরিবহন বন্ধ থাকায় বাইসাইকেলে করে দীর্ঘ পথ পাড়ি দেওয়া শুরু করেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আসিদ আলী বলেন, অনেক খোঁজ নিয়েও হাজেরার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে শুক্রবার বিকেলে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।

হাজেরার ছেলে সোহেল আহমেদ বলেন, মা নিখোঁজ হওয়ার খবর শুনে কঠোর লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় নিজেই বাইসাইকেল চালিয়ে ঢাকা থেকে রওনা দিই। প্রায় ১৪ ঘণ্টা সাইকেল চালিয়ে বাড়িতে এসে পৌঁছেছি।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ হওয়া নারীকে খোঁজে বের করার চেষ্টা চলছে।