- সারাদেশ
- সিআরবিতে হাসপাতাল নির্মাণ চউকের হস্তক্ষেপ চান নাগরিক সমাজ
সিআরবিতে হাসপাতাল নির্মাণ চউকের হস্তক্ষেপ চান নাগরিক সমাজ

সিআরবি রক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলমান রেখেছে নাগরিক সমাজ-চট্টগ্রাম। ফাইল ছবি
বন্দরনগরী চট্টগ্রামে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধ করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) হস্তক্ষেপ চেয়েছেন নাগরিক সমাজ-চট্টগ্রামের প্রতিনিধিরা।
সোমবার দুপুরে সিআরবি রক্ষায় বিক্ষোভরত নাগরিক সমাজ, চট্টগ্রাম- এর প্রতিনিধিরা সংগঠনের চেয়ারম্যান সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেনের নেতৃত্বে চউকে যান।
চউক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সঙ্গে সাক্ষাৎ করে সিআরবি নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। এ নিয়ে একটি লিখিত অভিযোগও দেন তারা। তাতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বন্ধে চউকের হস্তক্ষেপ কামনা করা হয়।
চউক চেয়ারম্যান দোভাষ বলেন, ‘সিআরবি হেরিটেজ জোন হিসেবে সংরক্ষিত এলাকা। তাই চউকের অনুমতি ছাড়া এখানে কোন ধরনের স্থাপনা নির্মাণ করার সুযোগ নেই। তাছাড়া হাসপাতাল কিংবা অন্যকেনো স্থাপনা নির্মাণে কোন ধরনের অনুমতি নেওয়া হয়নি।’
এসময় তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে চট্টগ্রামের নাগরিক সমাজের উদ্বেগের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অবহিত করা হবে বলে আশ্বস্ত করেন।
চউক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মো. উউনুস, যুগ্ম সদস্য সচিব রাশেদ হাসান, কাজী মহসিন।
নাগরিক সমাজ, চট্টগ্রামের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক শুকলাল দাশ সমকালকে বলেন, ‘চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি'র প্রাণ-প্রকৃতি রক্ষায় চট্টগ্রামবাসীর দৌঁড়ঝাপ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সংগঠনের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করে আপত্তি জানিয়েছেন। এবার চউক চেয়ারম্যানের সঙ্গে আমরা দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি। চউক চেয়ারম্যান প্রয়োজনে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন বলেও আমাদের আশ্বস্ত করেছেন।’
আমেরিকা-কানাডায়ও সিআরবি রক্ষা আন্দোলন
দেশের সীমানা ছাড়িয়ে সিআরবি রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়েছে বিদেশেও। সিআরবি রক্ষায় গত সপ্তাহে আমেরিকার জ্যাকসন হাইটসে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছিল।
গত রোববার সন্ধ্যায় ব্রুকলিনের চট্টগ্রাম নামে পরিচিত চট্টগ্রাম ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এতে অবিলম্বে সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের জোর দাবি জানানো হয়। সেখানে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশী ব্যানার-ফেস্টুন নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অন্যদিকে একই দিন চট্টগ্রাম সমিতি- কানাডার উদ্যোগে সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্পের বিরোধিতা করে সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. ইয়াকুব, সাধারণ সমআদক খোরশেদ চৌধুরী ও প্রধান উপদেষ্টা মঞ্জুরুল চৌধুরীসহ কর্মকর্তারা। এই কর্মসূচিতেও বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন