কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সদস্য অজয় কর খোকন প্রমুখ।

বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের মাধ্যমে একটি মহল কিশোরগঞ্জকে অস্থিতিশীল করতে চায়। এসব কর্মকাণ্ড করে সৈয়দ আশরাফের অবদান মুছে ফেলা যাবে না। তিনি কিশোরগঞ্জবাসীর হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। ম্যুরাল ভাঙায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ ছাড়া সোমবার সারাদিন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান একই স্থানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে।
কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি সৈয়দ আশরাফুল ইসলামের ছবি সংবলিত ম্যুরালটি নির্মাণ করে। গত ২৯ জুলাই সন্ধ্যার পর থেকে রাত ৮টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ম্যুরাল এবং মেয়র পারভেজ মিয়ার উদ্বোধনী স্মৃতিফলক ভেঙে ফেলে। এ ব্যাপারে কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে ৩০ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। মামলার দিনই বিকেলে পুলিশ অভিযান চালিয়ে পারভেজ নামে একজনকে গ্রেপ্তার করে।