- সারাদেশ
- অবৈধ পথে ভারত থেকে দেশে ফিরে আটক ৭
অবৈধ পথে ভারত থেকে দেশে ফিরে আটক ৭

ফুলবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। ছবি: সমকাল
অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তারা ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করত। সোমবার ভোরে নোম্যান্স ল্যান্ডে আসার সময় আটক হয় তারা। বিনা পাসপোর্টে দেশে আসার অপরাধে বিজিবি মামলা দিয়ে অভিযুক্তদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে।
আটক সাতজন হলো- উপজেলার নওদাবস গ্রামের শাহালাম হকের ছেলে শহিদ আলী, তার স্ত্রী আফরোজা খাতুন, আট বছরের ছেলে আরমান আলী, কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মণ্ডল, তার স্ত্রী পারভীন বিবি, তাদের ছয় বছরের ছেলে পারভেজ মণ্ডল ও নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী।
লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলী বলেন, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ শেষে দুই দেশের দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশ প্রবেশ করে। অবৈধভাবে দেশে আসার অপরাধে তাদের আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে অন্য অভিভাবকদের থানায় ডেকে এনে শিশু দুটিকে তাদের জিম্মায় দিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন