- সারাদেশ
- গণপরিবহন না থাকায় গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
গণপরিবহন না থাকায় গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

শ্রমজীবী মানুষ ও কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে - সমকাল
লকডাউনের মধ্যে পোশাক কারখানা খুলে দেওয়ায় ভোগান্তির শিকার শ্রমজীবী মানুষ ও কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার সকালে শ্রীপুরের সিঅ্যান্ডবি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহন সংকটে পড়া কর্মস্থলগামী হাজারো শ্রমিক ও নানা পেশার মানুষ বিক্ষোভ করে। সকাল ৮টা থেকে প্রায় ১০টা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলে।
এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় বিভিন্ন উপায়ে গন্তব্যের দিকে ছুটে চলা মানুষ বিপাকে পড়ে। গণপরিবহন না থাকায় ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করে অনেকে বাধ্য হয়ে ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় গাদাগাদি করে চলাচল করে।
শ্রমিকদের অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটারেরও বেশি এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, সড়কে যেসব যানবাহন চলাচল করছে, তাতে চড়লে অন্তত পাঁচ গুণ ভাড়া দিতে হচ্ছে। সরকার সব কারখানা খুলে দিয়ে গণপরিবহন বন্ধ করে রেখেছে। যানবাহন না পেয়ে তারা সময়মতো অফিসে যেতে পারছে না।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে এসে বিক্ষোভরত শ্রমিকদের বোঝানো হয়। কোনো যানবাহন তাদের কাছ থেকে ভাড়া বেশি নেবে না বলে আশ্বাস দেওয়া হয়। এর পর তারা অবরোধ তুলে নেয়।
মন্তব্য করুন