প্রতিটি ওয়ার্ডে দিনে ৬০০ ডোজ করে নগরে প্রতিদিন প্রায় ২৫ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরে ৪১টি ওয়ার্ড রয়েছে। প্রতি ওয়ার্ডে তিনটি বুথে এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।

সোমবার নগরের থিয়েটার ইনস্টিটিউটে সিটি করপোরেশনের স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটি আয়োজিত টিকা গ্রহণ ও প্রয়োগ সম্পর্কিত অবহিতকরণ সভায় এসব তথ্য জানান সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে তিনটি করে বুথ থাকবে। প্রতিটি বুথে প্রতিদিন ২০০ করে টিকা দেওয়া হবে। একটি ওয়ার্ডে প্রতিদিন ৬০০ ডোজ টিকা দেওয়া হবে। প্রতিটি বুথে দুইজন প্রশিক্ষিত টিকা প্রদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সিনিয়র সিটিজেন, নিবন্ধনকৃত নাগরিক, আবেদনকৃত নাগরিক ও কাউন্সিলরদের কাছে নিবন্ধনের জন্য আবেদনকারীরা টিকা গ্রহণ করতে পারবেন। স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলরের কাছে সরবরাহ করা ফরমে যে কেউ আবেদন করতে পারবেন। এ কার্যক্রমের আওতায় নগরীতে ১৮ বছরের ঊর্ধ্বে কোনো নাগরিক বাদ পড়বে না।

স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। সভায় ক্যাম্পেইন প্রেজেনটেশন উপস্থাপন করেন ডা. সরওয়ার আলম। সভায় ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।