বরিশালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ছয় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪০ জন। বিভাগে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৫ দশমিক ৪৯ শতাংশ। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২৮ ঘণ্টার হিসাবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা.বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে বরিশালে ৩ জন এবং পটুয়াখালী ও বরগুনায় ২ জন করে মারা গেছেন। একই সময়ে ছয় জেলায় মোট ২ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৪০ জন পজিটিভ শনাক্ত হন।

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে মারা গেছেন ১১ জন। আরটি পিসিআর ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৩ দশমিক ১৫ শতাংশ।

বিভাগের ছয় জেলার মধ্যে ২৪ ঘন্টায় শনাক্তের হারে শীর্ষে রয়েছে ভোলা জেলা। এই জেলায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ১৬৫ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৬ দশমিক ৭৪ শতাংশ।বরিশাল জেলায় ৫৯৮ জনের নমুনা পরীক্ষায় ২৪৫ জন পজিটিভ শনাক্ত হন। জেলায় শনাক্তের হার ৪০ দশমিক ৯৭ শতাংশ।

পটুয়াখালী জেলায় শনাক্তের হার ৩১ দশমিক ১৮ শতাংশ। এ জেলায় ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৭৯ জন পজিটিভ শনাক্ত হন। পিরোজপুরে ২২২ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এ জেলাতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৮ শতাংশ।
বরগুনা ও ঝালকাঠীতে শনাক্তের হার যথাক্রমে ২৫ দশমিক ৫৬ এবং ২৬ দশমিক ৫৮ শতাংশ। বরগুনায় ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জন এবং ঝালকাঠীতে ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন পজিটিভ শনাক্ত হন।

শেবাচিম হাসপতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৩২৭ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। তার মধ্যে ১২৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।