সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন সিলেট জেলার এবং বাকি দুইজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এখন পর্যন্ত বিভাগে ৭২৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

গত ২৪ ঘণ্টায় এই বিভাগে আরও ৭১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে শনাক্তর হার ৪৬ দশমিক ৭৯ শতাংশ। সিলেটে শনাক্তের হার ৩৩ দশমিক ৯৭ শতাংশ, মৌলভীবাজারে ২৯ দশমিক ৬৩ শতাংশ ও সুনামগঞ্জে ২৮ দশমিক ৭১ শতাশ। এই সময়ে সিলেট জেলায় ৩২৪ জন, সুনামগঞ্জে ৮৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন ও মৌলভীবাজারে ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৮২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। 

এদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কভিড ইউনিটে ৩০২ জন রোগী ভর্তি আছেন; যার মধ্যে ৯ জন আইসিইউতে চিকিৎসাধীন। এই হাসপাতালে ১৫৭ জন করোনার উপসর্গ নিয়ে ও ১৩৬ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে বিভাগের চার জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৪৬৬ জন করোনা আক্রান্ত ভর্তি আছেন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩৭ জন। 

এখন পর্যন্ত পুরো বিভাগে ৪২ হাজার ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে ৩১ হাজার ৬৭০ জন সুস্থ হয়েছেন।