- সারাদেশ
- সিকৃবির নতুন ছাত্র বিষয়ক পরিচালক সামছুজ্জামান
সিকৃবির নতুন ছাত্র বিষয়ক পরিচালক সামছুজ্জামান

ড. মো. মোস্তফা সামছুজ্জামান
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মোস্তফা সামছুজ্জামান ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম ছাত্র পরামর্শ পরিচালক হিসেবে দায়িত্ব নেন।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান, সহকারী প্রভোস্ট, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সিকৃবি'র জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই বছরের জন্য ড. সামছুজ্জামান ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি শিক্ষার মান উন্নয়নে কাজ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
ড. সামছুজ্জামান টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা মো. ইমাম হোসেনের বড় ছেলে। ব্যক্তি জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা।
মন্তব্য করুন