রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এএফএম শফিউদ্দিন পাতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। 

মঙ্গলবার দুপুর দুইটার দিকে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী তিন মেয়ে, দুই ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দুটি সংগঠনেরই তিনি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জড়িত ছিলেন রোটারী ক্লাবের সাথেও।

পাংশা শহরে উপজেলা পরিষদ সংলগ্ন দি মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকের মালিক ছিলেন তিনি। সেখানেই তিনি সপরিবারে বসবাস করতেন।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি বরিশাল জেলার সিভিল সার্জনের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে চাকরি থেকে অবসরের পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি  উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জানা গেছে, গত ২৬ জুলাই তারিখে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৯ জুলাই তারিখে তাকে ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। 

তার মৃত্যুতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিলতুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম হোসেন টিটন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল মোর্শেদ আরুজ শোক প্রকাশ করেছেন।