- সারাদেশ
- ঘরে ঝুলছিল পল্লি চিকিৎসকের লাশ
ঘরে ঝুলছিল পল্লি চিকিৎসকের লাশ

সুনীল চন্দ্র আচার্য
ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামে নিজের ঘরে ঝুলছিল এক পল্লি চিকিৎসকের লাশ। তার নাম সুনীল চন্দ্র আচার্য (৫০)।
মঙ্গলবার ভোরে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তাঁতকুড়া গ্রামের সুধীর চন্দ্র আচার্যের ছেলে সুনীল। তাঁতকুড়া বাজারে ব্যক্তিগত চেম্বারে রোগীদের চিকিৎসাসেবা দিতেন সুনীল চন্দ্র আচার্য। সোমবার রাত সাড়ে ৯টার দিকে চেম্বার থেকে বাড়ি ফিরে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। পরে ওই দিন রাত দেড়টার দিকে পরিবারের লোকজন ঘরের বারান্দার একটি কক্ষে রশিতে সুনীলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, সুনীলের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন