টাঙ্গাইলে শরীরে করোনার টিকা পুশ না করিয়েই সিরিঞ্জ ফেলে দেওয়ার অভিযোগে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে তার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি সিভিল সার্জন শামীম হোসাইন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 

সোমবার কমিটি তাদের প্রতিবেদন সিভিল সার্জনের কাছে জমা দিয়েছে। সাজেদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

নিজের দোষ স্বীকার করে কমিটির কাছে লিখিত দিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, অনেক লোকের চাপ ছিল। তিনি অসুস্থ ছিলেন। তাই অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটেছে।

গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেপের ২নং বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এ সময় টিকা পুশ না করিয়েই সিরিঞ্জ ফেলে দেওয়ার বিষয়টি এক যুবকের নজরে আসে। পরে আবাসিক চিকিৎসক শামিমকে জানানো হলে তিনি পরিত্যক্ত সিরিঞ্জগুলো বাছাই করে ২০টিতে টিকা ভর্তি দেখতে পান। তিনি নিশ্চিত হন, সুই পুশ করা হলেও টিকা প্রবেশ করানো হয়নি।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ঘটনার পর থেকেই ওই স্বাস্থ্য কর্মকর্তাকে সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দু-একদিনের মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।