- সারাদেশ
- কুকুরের কামড়ে হরিণের মৃত্যু
কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

ছবি: সমকাল
চট্টগ্রামের সীতাকুণ্ডে একদল কুকুরের কামড়ে একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত হরিণটি সাগর পাড়েই পড়ে ছিল। পরে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি বন কর্মকর্তাদের জানালে তারা রাতে হরিণটি স্থানীয় লোকদের সহযোগিতায় মাটিতে পুঁতে ফেলেন।
বন কর্মকর্তারা জানিয়েছেন, হরিণের মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় একদল কুকুর সীতাকুণ্ডের মুরাদপুর গুলিয়াখালী সাগরপাড়ে অবস্থিত উপকূলীয় বনে ঢুকে পড়ে। সেখানে কয়েকটি হরিণ দেখতে পেয়ে কুকুরের দল তাদের আক্রমণ করে। কুকুরের ধাওয়ায় দিশেহারা একটি হরিণ বন থেকে বের হয়ে সাগর পাড়ে চলে আসে। এ সময় কুকুরগুলো ওই হরিণটিকে কামড়ালে ভয়ে-আতংকে হরিণটি মারা যায়।
গুলিয়াখালী গ্রামের কৃষক আবু তাহের জানান, প্রায়ই একদল কুকুর উপকূলীয় বনে ঢুকে হরিণ দেখলে ধাওয়া করে। বুধবার সন্ধ্যা ৭টার দিকেও একইভাবে বনে ঢুকে একদল হরিণকে ধাওয়া দেয় কয়েকটি কুকুর। এ সময় একটি হরিণ ধাওয়া খেয়ে সাগরপাড়ে চলে আসে। সেখানেই কুকুরের কামড়ে ভয়ে-আতংকে হরিণটি মারা যায়।
মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, বনের ভেতর থাকা হরিণটিকে কুকুরের দল কামড়ে বাইরে নিয়ে আসে। সেখানেই হরিণটি মারা যায়।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ অফিসার মো. কামাল হোসেন বলেন, আসলে হরিণের মৃত্যুর খবর আমরা একটু দেরিতে পেয়েছি। তবে এ ঘটনার খবর পেয়েই সেখানে আমার একজন বিট অফিসারকে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন