- সারাদেশ
- ময়লা ফেলা নিয়ে ঝগড়ায় প্রতিবেশীকে ছুরিকাঘাত
ময়লা ফেলা নিয়ে ঝগড়ায় প্রতিবেশীকে ছুরিকাঘাত

চট্টগ্রামে ময়লা ফেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. খোকন নামের এক কাঠমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর খুলশী থানার টাইগারপাস পেট্টোল পাম্পের পেছনের একটি কলোনিতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত খোকন স্থানীয় মৃত আবদুল মান্নানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, ময়লা ফেলা নিয়ে উভয়পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে খোকনকে ছুরিকাঘাত করে তার প্রতিবেশী হারুন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে আনলে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার বুকে ও পায়ে জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
খোকনের ভাগ্নে মো. রাসেল জানান, তার মামা খোকন ও হারুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাশাপাশি বাসায় বসবাস করে আসছেন। বৃহস্পতিবার সকালে ময়লা ফেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মামাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিবেশী হারুন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মামার অবস্থা ভালো নয় বলে জানিয়েছে ডাক্তার। এ ঘটনায় থানায় এখনো অভিযোগ করেননি বলে জানান রাসেন।
মন্তব্য করুন